Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কাঞ্চন সেতু
Location
রূপগঞ্জ ইউনিয়নের হাবীব নগর গ্রামে এ সোতুটি অসস্থিত।
Transportation
রূপগঞ্জ ইউনিয়নের এই দর্শনীয় স্থানে আসতে হলে প্রথমে আপনাকে গুলিস্থান হতে আশিয়ান বাসের টিকেট কেটে স্টাফ র্কোয়াটার এসে নামতে হবে, গুলিস্থান থেকে স্টাফ র্কোয়াটার এর দূরম্নত্ব ১০ কিঃ মিঃ যার ভাড়া ২৫ টাকা। স্টাফ র্কোয়াটার নেমে কাঞ্চন/রূপগঞ্জ এর সিএনজির আছে সিএজিতে উঠলে সরাসরি কাঞ্চন ব্রীজের সামনে নামিয়ে দিবে স্টাফ র্কোয়াটার থেকে কাঞ্চন এর দূরম্নত্ব ১৫ কিঃ মিঃ যার ভাড়া ৫০ টাকা। সুতরাং ঢাকা থেকে রূপগঞ্জ ইউনিয়নের কাঞ্জন ব্রীজে আসতে হলে আপনাকে মোট ২২ কিঃমিঃ পথ অতিক্রম করে আসতে হবে এবং আসতে খরচ হবে মোট ৭৫ টাকা।